বিশেষ প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে ৪০ গ্রাম গাঁজাসহ ৩ মাদকসেবীকে আটক হয়েছে। আটককৃতরা হলেন উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুর গ্রামের মৃত কার্তিক চন্দ্রের ছেলে রনজিত অধিকারী (৫২), একই গ্রামের জোনাব আলী গাজীর ছেলে জামাল গাজী (২৩) এবং আয়ুব আলীর ছেলে শেখ শাহিনুর ইসলাম (২৩)।থানার সহকারী উপ-পরিদর্শক মাসুম বিল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে সহকারী উপ-পরিদর্শক হুমায়ূন কবীর উপজেলার মৎস্য সেট সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ৪০ গ্রাম গাঁজাসহ মাদকসেবী রনজিত, জামাল ও শাহিনুরকে আটক করা হয়। এছাড়াও পুলিশের অভিযানে পরোয়ানাভূক্ত আসামি উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের খাঁরহাট গ্রামের জব্বার গাজীর ছেলে খালেক গাজী গ্রেপ্তার হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে আসামিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।