October 31, 2024, 3:13 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত…………..

কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত…………..

কালিগঞ্জ প্রতিনিধি:কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে (৩ জুলাই) বুধবার সকাল ১০ টায় উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। কুশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী কাওফিল ওরা সজলের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক সংসদ মনসুর আহমেদ, সাধারন সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগেরসাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ নাজুমল ইসলাম। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীগেরর সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কুশুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপজেলা কমিটির সভাপতি ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সজল মুখার্জি, মথুরেশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ মোকলেছুর রহমান মুকুল,দক্ষিন শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোবিন্দ কুমার মন্ডল, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক শেখ ইকবাল আলম বাবলু,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ সমুহের সভাপতি সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। কুশুলিয়া ইউনিয়ন উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টু, মৌতলা ইউনিয়ন আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী শেখ মাহাবুবুর রহমান সুমন এর উপস্থিতিতে সকল নেতাকর্মী সমর্থকগন নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করার জন্য ঐক্যবন্ধ ভাবে কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন। সভায় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদেরচেয়ারম্যান সাঈদ মেহেদীর নেতৃত্বে ৩৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়। কমিটির সদস্যবৃন্দ হলেন যথাক্রমে এনামুল হোসেন ছোট, মেহেদী হাসান সুমন, সজল মুখার্জি, গোবিন্দ মন্ডল, মোস্তফা কবিরুজ্জামান মন্টু, মোকলেছুর রহমান মুকুল, কাজী কাওফিল ওরা সজল, কামরুল ইসলাম, দুলাল চন্দ্র ঘোষ, রুহুল আমিন, শেখ রিয়াজ উদ্দিন, আশরাফুল হোসেন খোকন, গাজী শওকাত হোসেন, প্রশান্ত কুমার সরকার, মোজাম্মেল হক গাইন, ডিএম সিরাজুল ইসলাম এবং সংশ্লিষ্ট ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদককে নিয়ে ৩৫ সদস্য বিশিষ্ঠ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com