কালিগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ আওয়ামী যুবলীগ কালিগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে সাতক্ষীরা জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নান ৮জুলাই ৫১ সদস্যবিশিষ্ট কমিটির আংশিক কমিটি ঘোষণা করেন। ঘোষিত ৫সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক নাজমুল হাসান নাঈম। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি শেখ রেজাউল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক লক্ষণ কুমার ঘোষ এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহিদ হাসান। কালিগঞ্জ উপজেলা যুবলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে যুবলীগের তৃণমূলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাৎক্ষণিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।