December 26, 2024, 5:21 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
কালিগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি নরিম আলী ॥ সম্পাদক এনামুল

কালিগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি নরিম আলী ॥ সম্পাদক এনামুল

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় শহীদ সোহরাওয়ার্দী পার্কে কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এনামুল হোসেন ছোট’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ডা: আ.ফ.ম রুহুল হক এমপি। প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন। উদ্বোধক ছিলেন মুনসুর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জগলুল হায়দার এমপি। বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়র শেখ মুজিবুর রহমান, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী। সাংগঠনিক রিপোর্ট পেশ করেন, সম্মেলন তদারকি কমিটির আহ্বায়ক জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জাফরুল আলম বাবু। উপস্থিত ৩৭২ জন কাউন্সিলরের সর্বসম্মত মতামতের ভিত্তিতে ৫ সদস্যের উপরে কমিটির করার দায়িত্ব অর্পণ করা হয়। যথাক্রমে ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি, মুনসুর আহমেদ, আলহাজ্ব নজরুল ইসলাম, এস এম জগলুল হায়দার এমপি ও সাঈদ মেহেদী এই ৫জনের ঐক্যমতের ভিত্তিতে প্রবীণ রাজনৈতিক মোঃ নরিম আলী মাস্টারকে সভাপতি উর্দ্ধতন সহ-সভাপতি সাঈদ মেহেদী, সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, ২নং যুগ্ম সাধারণ সম্পাদক ডি এম সিরাজুল ইসলাম, ৩নং যুগ্ম সাধারণ সম্পাদক সজল মুখার্জী, ১নং সাংগঠনিক সম্পাদক ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল হোসেন, ২নং সাংগঠনিক সম্পাদক এড. হাবিব ফেরদৌস শিমুল এবং ১নং সদস্য হিসাবে এড. শেখ মোজাহার হোসেন কান্টুর নাম ঘোষণা করা হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে হলরুমের বাইরে উপজেলা শ্রমিকলীগের সভাপতি শেখ শাহ জালাল কাউন্সিল সম্পর্কে আপত্তিকর শ্লোগান দেওয়ায় উপজেলা শ্রমিকলীগের সভাপতির পদ থেকে তাকে বহিস্কার করার সুপারিশ করা হয়ে বলে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com