July 26, 2024, 11:51 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান


জাহাঙ্গীর ইসলাম, সাতক্ষীরার কালিগঞ্জ: উপজেলা সদরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ভাবে বরণ করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় কলেজের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠান থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে উপজেলা পরিষদের চেয়ারম্যান, দুই ভাইস চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারকে।কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। তিনি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া সকল শিক্ষার্থীকে সৌভাগ্যবতী হিসেবে উল্লেখ করে বলেন, এই প্রতিষ্ঠানে মানসম্মত লেখাপড়া হয়। এখান থেকে পাশ করে অনেক শিক্ষার্থী বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত আছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রেও এই কলেজের শিক্ষার্থীদের অনেক সুনাম রয়েছে। তিনি মনোযোগ সহকারে লেখাপড়ার পাশাপাশি বজ্রপাত রোধে ব্যাপক হারে তালবীজ রোপন ও বৃক্ষ রোপনসহ সমাজের সাধারণ মানুষের কল্যাণে কাজ করার জন্য সকল শিক্ষার্থীর প্রতি আহ্বান জানান।
উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাহেরা সুলতানা ও ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান ও দিপালী রানী ঘোষ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যপক নিয়াজ কওছার তুহিন, কলেজের পরিচালনা পর্ষদের শেখ ওহিদুর রহমান ছোট, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন প্রমুখ। আরও বক্তব্য রাখেন কলেজেন ইংরেজি বিভাগের প্রধান বিএম আবেনুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের প্রধান মো. নুরুজ্জামান, ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ প্রমুখ। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে দ্বাদশ শ্রেণির দিলরুবা ইফফাত মুক্তি ও নাফিসা তাবাসসুম এবং নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে শারমিন সুলতানা রিয়া ও তানিয়া আক্তার। সঙ্গীত পরিবেশ করেন মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ ও অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী প্রিয়াঙ্কা আচার্য্য এবং কবিতা আবৃত্তি করেন পরিচালনা পর্ষদের সদস্য শেখ ওহিদুর রহমান ছোট। এর আগে কলেজের শিক্ষার্থীবৃন্দ একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়। অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক ইশারাত আলী, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ও সাংবাদিক সাজেদুল হক সাজুসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com