ডেস্ক: কালিগঞ্জে সমবায় কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নিবন্ধন পূর্ববর্তী অবহিতকরণ সভা। বুধবার (২ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে ৬টি সমিতির মোট ৬০ জন সদস্যের অংশগ্রহনে অবহিতকরণ সভা উপজেলা সমবায় অফিসার মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক রবিন্দ্র কুমার বাছাড় এর পরিচালনায় সভায় প্রধান অতিথিরর বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সমবায় অফিসার মোঃ হাসান মাহমুদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসের প্রশিক্ষক আশরাফ আলী প্রমুখ।