July 27, 2024, 12:08 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
কালো ধোঁয়া ছড়ানো ২২ গাড়ির তালিকা করে আইনজীবীর চিঠি

কালো ধোঁয়া ছড়ানো ২২ গাড়ির তালিকা করে আইনজীবীর চিঠি

ন্যাশনাল ডেস্ক: ঢাকার রাস্তায় কালো ধোঁয়া ছড়ানো ২২টি গাড়ির তালিকা একাই করেছেন এক আইনজীবী। গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিআরটিএ, ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্টদের চিঠি দিয়েছেন তিনি।এই আইনজীবী হলেন মনজিল মোরসেদ। তিনি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী।মঙ্গলবার (২২ অক্টোবর) এ চিঠি পাঠানোর কথা সাংবাদিকদের জানান অ্যাডভোকেট মনজিল মোরসেদ। চিঠিতে ২২টি গাড়ির নম্বর উল্লেখ করেছেন তিনি।চিঠিতে বলা হয়েছে, ‘৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত রাজধানীর সায়েন্সল্যাব, বনানী ফ্লাইওভার, ঢাকা কলেজ, বাটা সিগন্যাল, টিচার্স ট্রেনিং কলেজ, ল্যাবএইড হাসপাতাল, আসাদগেট, শ্যামলী, উত্তরা, ধানমন্ডি ৩২ এর সামনে মিরপুর রোড, কলাবাগান, আর্মি গলফ ক্লাব, রিজেন্সি হোটেল, র্যাডিসনের সামনে এবং জাহাঙ্গীর গেট মোড়ে এসব গাড়ি পর্যবেক্ষণ করা হয়।’মনজিল মোরসেদ বলছিলেন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, পরিবেশ অধিদফতর, ঢাকা মহানগর পুলিশের কমিশনার ও অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) বরাবর এই চিঠি পাঠানো হয়েছে।ওই চিঠিতে বলা হয়, ‘ঢাকা শহরে চলাচলকারী নিম্নোক্ত (২২টি গাড়ি) গাড়িগুলো থেকে কালো ধোঁয়া ছড়াচ্ছে, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এবং মানুষের স্বাস্থ্যঝুঁকির অন্যতম কারণ। বেশ কিছুদিন থেকে রাস্তায় চলাচলের সময় যেসব গাড়ি কালো ধোঁয়া ছড়াচ্ছে তা পর্যবেক্ষণ করে গাড়ির নাম, নম্বর ও ঘটনার সময় উল্লেখ করে যথাযথ আইনগত পদক্ষেপের জন্য দাখিল করা হলো।’


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com