January 15, 2025, 4:29 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
কাশিমাড়ীতে মরহুম ইস্রাফিল হোসেনের স্মরণ সভা

কাশিমাড়ীতে মরহুম ইস্রাফিল হোসেনের স্মরণ সভা

শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর সদস্য ও বৈদ্যুতিক মিস্ত্রি মরহুম ইস্রাফিল হোসেন এর মৃত্যুতে স্মরন সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে কাশিমাড়ী নতুন বাজারে মরহুমের পিতা মো. আব্দুল হামিদ মোড়লের সভাপতিত্বে ও বন্ধুমহলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মো. হাফিজুর রহমান। অনুষ্ঠানের প্রধান মেহমান হিসেবে আলোচনা পেশ করেন সাবেক নায়েবে আমির হযরত মাও. মো. আব্দুল মজিদ। এছাড়াও আলোচনা পেশ করেন সাবেক আধ্যক্ষ হযরত মাও. এ কিউ এম গোলাম বারী, মাও. গোলাম রসুল, মুফতি মাও. হিজবুল্লা প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফেজ মাও. কামরুজ্জামান। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাও. এ কিউ এম গোলাম বারী। অনুষ্ঠানে মরহুমের পরিবারবর্গ, বন্ধু মহল এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com