গুরুতর অসুস্থ্য কিশোর আল আমিন হোসেন বাঁচতে চায়। কিশোর আল আমিন হোসেন সাতক্ষীরা শহরের উত্তরকাটিয়া গ্রামের দরিদ্র দ্বীন মজুর আনারুল ইসলামের পুত্র।
তার পিতার গরিব মানুষ হওয়ায় লেখাপড়ার পাশাপাশি তার পিতার কাজে সহযোগিতা করতো আল আমিন। কিন্তু আকস্মিকভাবে সে গুরুত্ব অসুস্থ্য হয়ে পড়ে। ইতোমধ্যে সাধ্যমত সাতক্ষীরা, খুলনাসহ বিভিন্ন স্থানে চিকিৎসা করালেও তার কোন উন্নতি না হওয়ায় ঢাকার বঙ্গবন্ধু সোভিয়েত কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসায় বর্তমানে অনেক টাকার প্রয়োজন যা তার দরিদ্র পিতার পক্ষে যোগান দেওয়া সম্ভব হচ্ছে না। তার চিকিৎসার জন্য সমাজের সকলের সাধ্যমত আর্থিক সহযোগিতা কামনা করেছেন তার পিতা আনারুল ইসলাম। সাহায্য পাঠাতে মো. আলমগীর হোসেন (চাচা) একাউন্ট নং ৩০১০১৬৭৬৫, সোনালী ব্যাংক সাতক্ষীরা শাখা ও বিকাশ নং- ০১৭৭০ ৪০০৩৭০।