নিজস্ব প্রতিনিধি: শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইনসিডিন বাংলাদেশের উদ্যোগে ইউনিয়ন মানবপাচার প্রতিরোধ কমিটির মাসিক/ত্রৈমািক প্রতিবেদন প্রনয়ন, তদারকি ও চিহ্নিতকরণে সামর্থ বৃদ্ধি বিষয়ক ওরিয়ন্টশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় ইনসিডিন বাংলাদেশ এর একটি প্রতিনিধি টিম সদর উপজেলাধীন কুশখালী ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি সাথে এ মতবিনিময় করেন।
ইউপি প্যানেল চেয়ারম্যান মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে উক্ত বিষয়ক সম্পর্কীত উপস্থাপক ছিলেন ইনসিডিন বাংলাদেশ এর সমন্বয়ক এড. মো. রফিকুল ইসলাম খান।
এসময় উপস্থিত ছিলেন বিজিবি কুশখালী ক্যাম্পের ইনচার্জ আব্দুস সামাদ, ইউপির সংরক্ষিত ওয়ার্ড সদস্য মোছা. মঞ্জুয়ারা খাতুন, মোছা. রহিমা খাতুন, মঞ্জুয়ারা খানম, ওয়ার্ড সদস্য মো. রফিকুল ইসলাম, মো. রুহুল আমীন গাজী, মো. মতলেবুর রহমান টুটুল, সাকিবুর রহমান, আবুল হোসেন প্রমুখ। সভা সঞ্চালনা করেন ইউপি সচিব মো. কবিরুল ইসলাম।