July 27, 2024, 3:09 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
কেশবপুরে গত দুই দিনে পৃথক বাল্য বিয়ের ঘটনায় ৪ জনকে সাজা প্রদান

কেশবপুরে গত দুই দিনে পৃথক বাল্য বিয়ের ঘটনায় ৪ জনকে সাজা প্রদান

কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে বাল্য বিয়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালত বর, কনের পিতা ও কনেসহ ৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, বাল্য বিয়ে দেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বর সবুজ হোসেনকে ও কন্যার পিতা সাহেব আলীকে ২ বছর করে কারাদন্ড ও কনেকে ১ মাসের আটকাদেশ প্রদান করা হয়েছে। উপজেলার বগা গ্রামের সাহেব আলী তার অপ্রাপ্ত বয়স্কা মেয়ে জেসমিন নাহারকে (১৭) মনিরামপুর উপজেলার খালিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে সবুজ হোসেনের (২৭) সাথে বিয়ে দেন। খবর পেয়ে মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বর সবুজ হোসেন ও কন্যার পিতা সাহেব আলীকে (৬৫) ২ বছর করে কারাদন্ড এবং মেয়ের বয়স কম থাকায় তাকে এক মাসের আটক আদেশ প্রদান করেন। অপর দিকে তালা উপজেলার তেরছি গ্রামের দিলীপ ঘোষের ছেলে চন্দ্র শেখর ঘোষের (২৬)এর সাথে কেশবপুর উপজেলার গোপসেনা গ্রামের গৌতম রায়ের মেয়ে বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী অনন্যা রায়ের (১৫) বিয়ে হয়। খবর পেয়ে বুধবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মিজানূর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বর চন্দ্র শেখর ঘোষকে ১ বছরের কারাদন্ড এবং মেয়েকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান বলেন বাল্য বিয়ে প্রতিরোধে বিশেষ অভিযানের অংশ হিসাবে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। আগামীতেও এ অভিযা চলমান থাকবে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com