দেবহাটা : মুক্তিযুদ্ধকালীন ৯নং সেক্টরের প্রতিষ্ঠাতা ও সাব সেক্টর কমান্ডার প্রয়াত মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহজাহান মাষ্টারের ২৬তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার। প্রতিবছরের ন্যায় এবারও দিবসটি উদযাপনে নানা কর্মসূচীর আয়োজন করেছে ক্যাপ্টেন শাহজাহান মাষ্টার স্মৃতি সংরক্ষণ কমিটি। শাহজাহান মাষ্টার স্মৃতি সংরক্ষণ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ আনিছুর রহমান বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন ৯নং সেক্টর প্রতিষ্ঠাতাসহ সাব সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদান রেখেছেন ক্যাপ্টেন শাহজাহান মাষ্টার। ২৬তম মৃত্যু বার্ষিকীতে ক্যাপ্টেন শাহজাহান মাষ্টারকে শ্রদ্ধাভরে স্মরণ করতে সোমবার সন্ধ্যা থেকে কোরআন তেলাওয়াত এবং মঙ্গলবার কবর জিয়ারতসহ টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা ও স্মরণসভা অনুষ্ঠিত হবে। এসকল কর্মসুচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুনসুর আহমেদ। বিশেষ অতিথি থাকবেন যথাক্রমে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গনি, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন মশু, জেলা জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)’র সভাপতি কাজী রিয়াজ ও জেলা পরিষদের সদস্য আলফেরদাউস আলফা প্রমুখ।