দেবহাটা সংবাদদাতা: পাখির আবাস স্থল রক্ষা এবং অতিথি পাখি শিকার বন্ধ করার লক্ষে ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’র অংশ হিসেবে দেবহাটায় পাখি সংরক্ষণে প্রচার অভিযানের উদ্বোধন হয়েছে। শুক্রবার সকাল থেকে দেবহাটা উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে পাখি সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা করার লক্ষে পাখির আবাসস্থল তৈরির জন্য গাছে গাছে মাটির ভাঁড় স্থাপন করা হয়। সাংবাদিক মীর খায়রুল আলমের নের্তৃত্বে উক্ত কার্যক্রমে উদ্বোধন করেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, সাংবাদিক আজিজুল হক আরিফ, দেবহাটা থানার এসআই হেকমত আলী, শ্যামা প্রসাদ, এএসআই দরবেশ ফকির, সুজিত বিশ্বাস, জীব বৈচিত্র রক্ষা ও সমাজ সচেতন কর্মী কামারুজ্জামান, রুপসী ম্যানগ্রোভ দেবহাটা পর্যটন কেন্দ্রের ম্যানেজার দিপঙ্কার ঘোষসহ প্রমুখ। কর্মসূচীর অংশ হিসেবে দেবহাটা থানা এলাকা, রুপসী ম্যানগ্রোভ দেবহাটা পর্যটন কেন্দ্র, টাউনশ্রীপুর বাজার, দেবহাটা, সুশীলগাঁতীসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে পাখি সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা করার লক্ষে পাখির আবাসস্থল তৈরির জন্য গাছে গাছে মাটির তৈরি ভাঁড় স্থাপন করা হয়। এসময় বক্তারা বলেন, শীতের মৌসুমে অতিথি পাখি নিধন না করে তাদের বসবাসের পরিবেশ সৃষ্টির জন্য সকলকে নিজ নিজ স্থান থেকে এগিয়ে আসতে হবে। জীববৈচিত্র রক্ষায় কোন অপরাধ দেখলে সাথে সাথে প্রশাসনকে অবহিত করলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে।