October 31, 2024, 3:12 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
খুলনা বিভাগে করোনায় ৩৫ মৃত্যু

খুলনা বিভাগে করোনায় ৩৫ মৃত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে খুলনা বিভাগে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এগারোশ ছাড়ালো। গত একদিনে নতুন করে এক হাজার ২৪৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে খুলনা বিভাগে।বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত  করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়া ও যশোরে সর্বোচ্চ ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও খুলনায় ৪ জন, বাগেরহাটে একজন, সাতক্ষীরায় ৪ জন, নড়াইলে ৩ জন, মেহেরপুরে ৩ জন, ঝিনাইদহে ৪ জন ও চুয়াডাঙ্গায় দুইজন মারা গেছেন। খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫৭ হাজার ৫২০ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ১০৫ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ হাজার ৯৩০ জন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com