January 23, 2025, 2:25 pm
খুলনা মেডিকেল কলেজে চান্স পাওয়া সাতক্ষীরার তালা উপজেলার মেধাবী ছাত্রী রিমা আক্তারের পাশে দাঁড়ালেন সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। ২০১৯ সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় খুলনা মেডিকেল কলেজে তালা উপজেলার ঢেমশাখোলা গ্রামের হত দরিদ্র হানিফ সরদারের মেয়ে রিমা আক্তার পরিক্ষায় উত্তীর্ণ হওয়ার পর অর্থের অভাবে মেডিকেল কলেজে ভর্তির হতে পারছেনা এমন সংবাদ পেয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন জেলা প্রশাসক।বুধবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসক এর কার্যালয়ে মেধাবী ছাত্রী রিমা আক্তারের ভর্তির জন্য তার পিতা হানিফ সরদারের হাতে পাঁচ হাজার (৫০০০) টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। এসময় সাতক্ষীরা জেলা প্রশাসক রিমা আক্তারকে ভালো ডাক্তার এবং ভালো মানুষ হয়ে মানুষের সেবা করার পরামর্শ দেন।
Comments are closed.