January 15, 2025, 4:56 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
গোদাঘাটা বারাকাতিয়া দাখিল মাদ্রাসার নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন

গোদাঘাটা বারাকাতিয়া দাখিল মাদ্রাসার নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গোদাঘাটা বারাকাতিয়া দাখিল মাদ্রাসার নব-নির্মিত একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা সাড়ে ১২টায় সদরের শিবপুর ইউনিয়নের গোদাকাটা মাদ্রাসা প্রাঙ্গনে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আব্দুল মজিদ সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারী প্রকৌশলী এমএম এ জায়েদ বিন গফুর, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও নির্মাণ কাজের ঠিকাদার এসএম শওকত হোসেন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর সাতক্ষীরা’র উপসহকারী প্রকৌশলী আসাদুজ্জামান খান, সাতক্ষীরা আহছানিয়া মিশন মাদ্রাসার অধ্যক্ষ মাও. মোহাম্মদ আলতাফ হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শিবপুর ইউপি চেয়ারম্যান ও মাদ্রাসা কমিটির সদস্য এস.এম আবুল কালাম।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com