September 9, 2024, 12:13 pm
শ্যামনগর প্রতিনিধিঃশ্যামনগর উপজেলার গোবিন্দপুর এএইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে ৪দলীয় জিএসবিএস ফুটবল টুর্নামেন্টে ভাইভাই ফুটবল একাদশ ২-০ গোলের ব্যবধানে মৌচাক ফুটবল একাদশ কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বিজয়ী দলের পক্ষে গোল দুটি করেন সিদ্দিক।বুধবার বিকাল ৪টায় গোবিন্দপুর সোনার বাংলা সংঘের আয়োজনে শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী গোবিন্দপুর আবু হানিফ কলেজ মাঠে সহ¯্রাধিক দর্শকের উপস্থিতিতে টান টান উত্তেজনা পূর্ণ খেলাটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা আ’লীগের সহ-সভাপতি গাজী আনিছুজ্জামান আনিচ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, গোবিন্দপুর কলেজের অধ্যক্ষ গাজী মো. সফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হাকিম, আকবর আলী পিয়াদা, গোবিন্দপুর কলেজিয়েট স্কুলের সহ-প্রধান শিক্ষক শচীন্দ্রনাথ মন্ডল, ইউপি সদস্য গাজী আকতার ফারুক, হামিদুল কবীর বাবু, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, আমিনুর মোড়ল, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মহসিন আলম পাড়, আ’লীগ নেতা আব্দুল ওহাব পিয়াদা প্রমুখ।খেলাটির সার্বিক সহযোগিতায় ছিলেন সোনার বাংলা সংঘের সভাপতি বাংলাদেশ পুলিশের এসআই মুরাদ হোসেন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক গাজী মাসুদসহ ক্লাবের সদস্যবৃন্দ। খেলাটির ধারাভাষ্যে ছিলেন সহকারী শিক্ষক আব্দুল্যাহ সিদ্দিক ও প্রভাষক জহুরুল হক, এবং পরিচালনার দায়িত্বে ছিলেন জাহাঙ্গীর কবির, আব্দুল হামিদ ও মনিরুল ইসলাম।
Comments are closed.