March 20, 2025, 12:02 pm
অনলাইন ডেস্কঃময়মনসিংহের গৌরীপুরে ইয়াবাসহ সাদ্দাম হোসেন নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার মইলাকান্দা ইউপির পশ্চিম কাউরাট রেলওয়ের নতুন বাজার থেকে তাকে আটক করা হয়। সাদ্দাম ওই উপজেলার পশ্চিম কাউরাট গ্রামের হযরত আলীর ছেলে। গৌরীপুর থানার এসআই নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে সাদ্দামের দোকানে তল্লাশি করা হয়। তল্লাশিতে আট ইয়াবাসহ সাদ্দামকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সাদ্দাম দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসায় জড়িত বলে জানান এসআই নজরুল।
Comments are closed.