October 31, 2024, 3:12 am
বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার চার নং দরগাপুর ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমানকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করছেন। মঙ্গলবার বেলা ১২টায় শহরের পুরাতন সাতক্ষীরা সেকেন্ড অফিসার মোড়সংলগ্ন জেলা সভাপতি কার্যালয় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করতে আসেন। এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক অপূর্ব মজুমদার, সাতক্ষীরা পৌর কমিটির কোষাধক্ষ্য শামিমা সুলতানা, দরগাহপুর ইউনিয়নের নবগঠিত কমিটির সভাপতি শেখ খলিফাত উল্লাহ, সহ-সভাপতি আব্দুল মজিদ খা, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, কোষাধাক্ষ আব্দুল মজিদ মোল্লা, দপ্তর সম্পাদক হাফেজ আব্দুর রহিম, মহিলা বিষয়ক সম্পাদিকা সুরাইয়া খাতুনসহ কমিটির সকল নেতৃবৃন্দ।
Comments are closed.