October 31, 2024, 3:12 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
গ্রিসে বছরে যেতে পারবেন ৪-৫ হাজার শ্রমিক

গ্রিসে বছরে যেতে পারবেন ৪-৫ হাজার শ্রমিক

গ্রিসে যে ১৪-১৫ হাজার বাংলাদেশি অবৈধ বা আন-অথরাইজড ভিসায় রয়েছেন, তারা বৈধতা পাবেন। সেইসঙ্গে বছরে নতুন করে চার-পাঁচ হাজার শ্রমিক গ্রিসে যেতে পারবেন।এ বিষয়ে বাংলাদেশ ও হেলেনিক রিপাবলিকের (গ্রিস) মধ্যে মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটিবিষয়ক সমঝোতা স্মারক ভূতাপেক্ষ অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ।সোমবার (২২ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ ও হেলেনিক রিপাবলিকের মধ্যে মাইগ্রেশনঅ্যান্ড মোবিলিটিবিষয়ক সমঝোতা স্মারক মন্ত্রিসভা অনুমোদন করেছে। এটা একটা গুড নিউজ। এই সমঝোতা স্মারকের প্রেক্ষিতে বছরে চার-পাঁচ হাজার বাংলাদেশি কৃষিক্ষেত্রে কাজ করা শ্রমিক বা দক্ষ ব্যক্তিরা যেতে পারবেন। তারা পাঁচ বছরের জন্য একটা ওয়ার্ক পারমিট পাবেন। তারপর পারফরমেন্স বা নিয়মানুযায়ী সেটা বৃদ্ধি করা হবে, যদি সেটা করা হয়, তাহলে আরও থাকতে পারবে।তিনি আরও বলেন, যতদিন এই সমঝোতা থাকবে ততদিন বছরে চার-পাঁচ হাজার বাংলাদেশি গ্রিসে অফিশিয়ালি যেতে পারবেন। আর এর মধ্যেও যে ১৪-১৫ হাজার যারা আন-অথরাইজড ভিসায় রয়ে গেছেন, তারাও এর মাধ্যমে ওইখানে বৈধতা পাবেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com