December 10, 2024, 4:52 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
গ্রেফতারে বিপরীতে চলা এক ভূমি কর্মকর্তা

গ্রেফতারে বিপরীতে চলা এক ভূমি কর্মকর্তা

ডেস্কঃআবু সুফিয়ান গ্রেফতারে বিপরীতে চলা এক সরকারি কর্মচারীর নাম। তিনি বুড়িগোয়ালিনী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা। সাধারণত ইউনিয়ন ভূমি অফিস নিয়ে প্রায়ই অভিযোগ পাওয়া যায়। অহেতুক হয়রানী, অবৈধ অর্থের লেনদেন, সরকারি সম্পত্তি রক্ষায় উদাসীনতা এর মধ্যে অন্যতম। কিন্তু, এর উল্টো দৃশ্যের দেখা মিললো বুড়িগোয়ালিনী ইউনিয়ন ভূমি অফিসে। সেবা নিতে আসা মিজানুর রহমান নামের একজনের সাথে কথা হয় এ প্রতিববেদকের। হাসিমুখে তিনি জানান, দাখিলা কাটতে এসে কোন প্রকার হয়রানী ছাড়াই দ্রুত এ দাখিলা তিনি পেয়েছেন। আজকের দিনে এরকম ভাবা যায়না। অফিসে ঢুকতেই নুরউদ্দিন নামে এক বৃদ্ধকে মন খারাপ করে থাকতে দেখা যায়। কারণ জিজ্ঞাসা করলে, তিনি বলেন, ‘বাজান আমার চলি যেতিছ সদরে। আমাদের সবাইকে আপন করে নিছিলো।’ এরকম আরো কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, আবু সুফিয়ান অবৈধভাবে বালু উত্তোলনকারীদের কাছে এক ত্রাসের নাম। কোন জায়গায় অবৈধভাবে কেউ বালু তুললে, তিনি নিজ গরজে সেখানে ছুটে যান এবং অবৈধ জিনিসপত্র জব্দ করেন। অনুসন্ধানে আরো জানা যায়, এসকল কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৭-১৮ অর্থবছরে শ্যামনগর উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা পুরস্কারপ্রাপ্ত হন এবং ২০১৮-১৯ অর্থবছরে বিশেষ সম্মাননা পান। জনাব আবু সুফিয়ানের সাথে কথা বলে জানা যায়, সম্প্রতি জেলা প্রশাসক মহোদয়ের এক নির্দেশে তার বদলি হয়েছে শ্যামনগর সদর ইউনিয়ন ভূমি অফিসে। দেশ ও জনগণের স্বার্থে শ্যামনগর সদরে ভোগান্তিহীন ও স্বচ্ছ ভূমি সেবা প্রদানের ক্ষেত্রে তিনি সহযোগিতা ও দোয়া চান।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com