July 27, 2024, 4:32 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের বরাদ্দকৃত অর্থ আত্মসাৎকারীদের ছাড় দেওয়া হবেনা: জেলা প্রশাসক

ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের বরাদ্দকৃত অর্থ আত্মসাৎকারীদের ছাড় দেওয়া হবেনা: জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপিতে ঘুর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত ২০০ ব্যক্তির মাঝে ত্রাণের চাল বিতরণ করলেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল কামাল। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় ইউনিয়ন পরিষদ চত্ত্বরে চেয়ারম্যান আকলিমা খাতুন লাকির সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ঘুর্ণিঝড় বুলবুল আঘাত হানলেও সকলেই সতর্ক থাকার কারণে ক্ষয়ক্ষতি অনেকাংশে কম হয়েছে। আপনারা জেলা প্রশাসনের অনুরোধে যথাযথ সাড়া দেওয়ায় এলাকাবাসীকে ধন্যবাদ জানাই। ক্ষতিগ্রস্তদের পাশে থেকে সাধ্যমত সাহায্য সহানুভূতি আমরা দিয়ে যাবো। তবে ত্রাণের অর্থ কিংবা চাল যদি কেউ আত্মসাৎ করে তাহলে অভিযুক্তকে জেলে পাঠানো হবে। সরকারি সম্পদ তছরুপ বরদাস্ত করা হবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালেরচিত্র পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আবু আহম্মেদ, দৈনিক পত্রদুত পত্রিকার উপদেষ্টা সম্পাদক আবুল কালাম আজাদ, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলাম, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মহসিন হোসেন বাবলু, সাপ্তাহিক সুর্যের আলো পত্রিকার সম্পাদক ওয়ারেশ খাঁন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খাঁন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, তথ্য বিষয়ক সম্পাদক আহম্মাদ উল্যাহ বাচ্ছু, সাংবাদিক ইশারাত আলী, সাংবাদিক সাজেদুল হক সাজু, মাসুদ পারভেজ ক্যাপ্টেন প্রমুখ। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মহোদয়সহ সকল অতিথি কৃষ্ণনগর ইউপির ক্ষতিগ্রস্থদের পরিবারে খোঁজ খবর নেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com