January 15, 2025, 4:19 am
চট্টগ্রাম নগরের ঝাউতলা খুলশী কলোনি এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুলাই) দুপুরে আবাসন নির্মাণ প্রতিষ্ঠান ফিনলে প্রপার্টিজের একটি নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে তিনি নিহত হন।নিহত শ্রমিকের নাম মো. মনির (২৫)। তিনি ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার আলমগীর মাঝির ছেলে।চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান বলেন, ‘ঝাউতলা খুলশী কলোনি এলাকায় ফিনলে প্রপার্টিজের একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্টে আহত হন মনির হোসেন। দুপুরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Comments are closed.