January 24, 2025, 11:42 pm
চতুর্থ শিল্প বিপ্লবে বিশাল জনশক্তিকে কর্মক্ষম করার তাগিদ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবে আমরা হুবহু উন্নত দেশগুলোকে অনুকরণ করতে পারব না। চতুর্থ শিল্প বিপ্লব সবার জন্য এক নয়। উন্নত ও বৃদ্ধ জনগোষ্ঠীর দেশের চেয়ে উন্নয়নশীল ও কর্মক্ষম জনগোষ্ঠীর দেশ হিসেবে আমাদেরকে আমাদের মতো করে চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিতে হবে।’
শনিবার (২৮ নভেম্বর) ঢাকায় ডিজিটাল প্লাটফর্মে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ মন্তব্য করেন।
মোস্তফা জব্বার বলেন, ‘ড্রাইভারবিহীন গাড়ি কিংবা কর্মীবিহীন গার্মেন্টস শিল্প গড়ে তোলার ভাবনা উন্নত দেশের জন্য কল্যাণকর হলেও আমাদেরকে ভাবতে হবে আমাদের বিশাল জনশক্তিকে কিভাবে কর্মক্ষম করা যায়।’
মন্ত্রী বলেন, ‘এই বিপ্লবে আমাদের বাণিজ্য সংগঠনগুলোকে নেতৃত্ব দিতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের ডিজিটাল প্রযুক্তির ব্যবহার আমাদের বিশাল জনসম্পদকে কাজে লাগানোর উপযোগী হতে হবে। উন্নত দেশগুলো তাদের জনসম্পদের ঘাটতি পূরণের জন্য তাদের উপযোগী প্রযুক্তি ব্যবহার নিয়ে যেভাবে ভাবছে, আমাদের ক্ষেত্রে তা প্রযোজ্য নাও হতে পারে। এর লাগসই ব্যবহার নিশ্চিত করার মাধ্যমেই আমাদের বিশাল জনসম্পদকে কাজে লাগাতে হবে।’
ডিজিটাল শিল্প সম্পৃক্ত ট্রেডবডিগুলোকে চতুর্থ শিল্প সম্পৃক্ত প্রযুক্তির বিকাশ ও প্রয়োগে টেকসই কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।
Comments are closed.