January 15, 2025, 11:28 pm
বিভিন্ন প্রতিষ্ঠানে দৈনিক ‘সাতক্ষীরা প্রবাহ’ পত্রিকার নাম ব্যবহার করে চাঁদাবাজী এবং পত্রিকায় সাংবাদিকতা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দেবহাটা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলামকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৭ডিসেম্বর) দৈনিক সাতক্ষীরা প্রবাহ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সৈয়দ হাসান ইমাম তাকে বহিষ্কার করেছেন। উল্লেখ্য, রফিকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করার অভিযোগ ছিল। এ বিষয়ে তাকে একাধিকবার সতর্ক করেছেন। কিন্তু সে সতর্ক না হয়ে নানা অপকর্ম চালিয়ে যেতে থাকে। এজন্য তাকে বহিষ্কার করা হয়।
Comments are closed.