October 3, 2024, 10:59 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
চার্জার লাইটের ভেতর ১৩০ সোনার বারসহ আমিরাত ফেরত যাত্রী আটক

চার্জার লাইটের ভেতর ১৩০ সোনার বারসহ আমিরাত ফেরত যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর লাগেজ তল্লাশি করে ১৩০ স্বর্ণবার উদ্ধার করেছে চট্টগ্রাম বিমানবন্দর এনএসআই কর্তৃপক্ষ।শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৮টায় দুবাই থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইটে চট্টগ্রাম আসেন মো. জয়নাল নামে এক যাত্রী। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়।সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটটি চট্টগ্রামে আসে শুক্রবার সকাল ৮ টা ১০ মিনিট। বিমানবন্দরে সন্দেহ হওয়ায় জয়নালকে তল্লাশি চালানো হয়। এসময় তার কাছে থাকা চার্জার লাইট খুলে ১৩০ টি সোনার বার, ১২টি মোবাইল ও ১টি ল্যাপটপ উদ্ধার করা হয়।

উদ্ধার সোনার ওজন ১৫ কেজি। এগুলো ৬ টি চার্জার লাইটের ভেতরে করে আনা হয়েছিল।শাহ আমানতের ব্যবস্থাপক জানান, আটক জয়নালের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তাকে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com