January 15, 2025, 10:03 am
ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর যাত্রা শুরু ২০১৯ সালের ২৬ মার্চ। ই-মানি সৃষ্টি, অর্থ লেনদেন, পেমেন্ট থেকে শুরু করে মোবাইল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। শুরু থেকেই বলা হচ্ছে, এটি বাংলাদেশ ডাক বিভাগের সেবা। তবে দুই বছরের বেশি সময় পার হলেও এখন পর্যন্ত লাইসেন্স নিতে পারেনি প্রতিষ্ঠানটি। বারবার সময় নিয়েও শর্ত পূরণ করতে পারেনি নগদ। এবার কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্সের জন্য আরও ছয় মাস সময় চায় ডাক অধিদফতর।
জানা গেছে, নগদ-এর মোবাইল ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংকের দেওয়া বর্তমান অন্তর্বর্তীকালীন অনুমোদন চলতি মাসের ৩০ জুন শেষ হবে। কিন্তু চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তুতি নিতে পারেনি প্রতিষ্ঠানটি। ফলে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত নগদ-এর অন্তর্বর্তীকালীন অনুমোদনের আবেদন করেছে ডাক অধিদফতর। করোনায় অফিস কার্যক্রম বন্ধ থাকা ও সংশ্লিষ্ট আইন ও নিয়মনীতি সংশোধনের জন্য এ অতিরিক্ত সময় চেয়েছে তারা।
Comments are closed.