March 18, 2025, 12:16 am
সীমান্ত প্রতিনিধি: সোমবার বিকাল ৪ টার সময় ভোমরা ইউনিয়নের চৌবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি’র সভাপতি নির্বাচন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকায় তাৎক্ষণিক ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয়। সভাপতি প্রার্থী মোঃ আনারুল ইসলাম ও ইউপি সদস্য আব্দুস সাত্তার। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। শিক্ষক প্রতিনিধি ভোট প্রদান থেকে বিরত থাকেন। ৯ টি ভোটের মধ্যে আনারুল ইসলাম ৭ ভোট পেয়ে আগামি ৩ বছরের জন্য চৌবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নিবাচিত হন। তিনি সমাজ সেবক ও শিক্ষা অনুরাগী। সহ-সভাপতি হয়েছেন মোঃ রহমত আলী, বিদ্যোৎসাহি সদস্য মোঃ জিয়ারুল ইসলাম ও সন্ধ্যা রানি সরদার। শিক্ষক প্রতিনিধি মোঃ আমিরুল ইসলাম ও নারগিস সুলতানা। অভিভাবক সদস্য মোঃ আব্দুল্যা, আসমা খাতুন, রেহানা পারভিন, সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম।
Comments are closed.