November 2, 2024, 8:16 pm
রবিবার বিকাল ৪টায় বাংলাদেশ ছাত্র মৈত্রী জেলা শাখার কার্যালয়ে জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে বৃহত্তর ছাত্র ঐক্য গড়ে তোলার আহ্বানজানান বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক কাজী আব্দুল মোতালেব জুয়েল। তিনি বলেন, শুরু থেকেই বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা কান্ডে জড়িত ছাত্রলীগের সন্ত্রাসীদের সর্ব্বেচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদন্ড দাবি করে আসছে বাংলাদেশ ছাত্র মৈত্রী। তবে আমরা লক্ষ্য করে দেখছি আবরার হত্যা কান্ডকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সাথে আন্দোলনে অনুপ্রবেশকারী কতিপয় প্রতিক্রিয়াশীলদের ষড়যন্ত্রের মুখে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে স্বোচ্চার হয়েছে। সেই দাবির প্রেক্ষিতে বুয়েট প্রশাসন ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা দিয়েছে, যা শিক্ষার্থীদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারকে খর্ব করে। এতে করে দেশের প্রতিক্রিয়াশীল শক্তির নতুন করে উত্থান ঘটবে। যা বাংলাদেশ ছাত্র মৈত্রীসহ সকল প্রগতিমনা ছাত্র সংগঠন ইতোমধ্যে প্রত্যাখান করেছে। ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্র মৈত্রীকেই বৃহত্তর ছাত্র ঐক্য গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করতে হবে। সভায় ২৪ নভেম্বর সর্বসম্মতিক্রমে ১২তম সাতক্ষীরা জেলা সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে জেলা কমিটির উদ্যোগে আগামী ১৬ অক্টোবর জেলাব্যাপী শিক্ষাঙ্গনে দুর্নীতি, সন্ত্রাস, দখলদারিত্বের বিরুদ্ধে এবং আবরার হত্যার বিচারের দাবিতে কেন্দ্রিয় কমিটি কতর্ৃৃক প্রচারিত লিফলেটের মাধ্যমে জনসচেতনতা ও জনসমর্থন সৃষ্টির লক্ষ্যে প্রচারণা কর্মসূচী গৃহীত হয়।প্রণয় সরকারের সভাপতিত্বে এবং অদিতি আদৃতা সৃষ্টির সঞ্চালণায় আরো উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক দেবাশীষ সরকার, সাকিব মোড়ল, হেলাল খাঁ, বেলাল হোসেন, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আনন্দ সরকার, জয়ন্ত সরকার, মাগুরা ইউনিয়ন শাখার আহ্বায়ক সজীব আহম্মেদ প্রমুখ
Comments are closed.