October 12, 2024, 3:53 pm
S M Hassan Alile Bucho: সাতক্ষীরার তালা উপজেলার খেশরা এলাকায় ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়েরও মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে একসঙ্গে দুই ভাইয়ের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।মৃতরা হলেন ওই এলাকার বাসিন্দা আব্দুল কাদের মোড়ল (৮৭) ও শের আলী মোড়ল (৮৫)। শের আলী মোড়ল খেশরা ইউনিয়ন পরিষদ সদস্য শামসুল হকের বাবা।জানা গেছে, ৮৫ বছরের বৃদ্ধ শের আলী মোড়ল সোমবার রাত ১টার দিকে মারা যান। ছোট ভাইয়ের মৃত্যুর খবরে মানসিকভাবে ভেঙে পড়েন বড় ভাই আব্দুল কাদের মোড়ল। সকালে ছোট ভাইয়ের লাশের পাশে বসে থাকা অবস্থায় আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বড় ভাই কাদের।খেশরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত হোসেন বলেন, একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যুতে পরিবার ও গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Comments are closed.