September 13, 2024, 12:46 am
কলারোয়া প্রতিনিধি:সাতক্ষীরার কলারোয়া উপজেলা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে কলারোয়া পাবলিক ইনস্টিটিউটে ওই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি ও পাবলিক ইনস্টিটিউটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন। অনুষ্ঠানে কলারোয়ার জনগুরুত্বপূর্ণ বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে সরকার বাহাদুরের দৃষ্টি আকর্ষণে নানামুখী কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। যারমধ্যে রয়েছে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও ওষুধ প্রাপ্তি, বেত্রবতী নদীর উপর সম্প্রসারিত ব্রিজ নির্মাণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, ক্ষতিগ্রস্থ রাস্তা সংস্কার, বেত্রবতী নদী খনন ও অবৈধ দখল মুক্ত, হাসপাতালের ডাক্তার সংকট নিরসন, মাদক নিয়ন্ত্রণসহ নানা জনদুর্ভোগের বিষয়ে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় ও দাবি আদায়ে মানববন্দন এবং সাংবাদিক সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-উপজেলা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক শেখ সহিদুল ইসলাম, সদস্য প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, প্রধান শিক্ষক মুজিবুর রহমান, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, সহকারী অধ্যাপক আবুল খায়ের, সহকারী অধ্যাপক রামাকান্ত সরকার, বাবু সন্তোষ পাল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন-কলারোয়া পাবলিক ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক শেখ কামাল রেজা।
Comments are closed.