January 3, 2025, 2:02 am
জনতা ব্যাংক লিমিটেডের সাতক্ষীরা এরিয়ার ব্যবস্থাপকদের সাথে ব্যবসায়িক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ব্যাংকটির সাতক্ষীরা এরিয়া অফিসে এরিয়া প্রধান ও উপ মহাব্যবস্থাপক মো. হামিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার ছগীর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন এজিএম মো. আখতার হোসেন। এসময় উপ-মহাব্যবস্থাপক মো. হামিদুল হক ব্যাংকের বিভিন্ন অর্জন তুলে ধরে ২০২১ সনের লক্ষ্যমাত্রা পূরণের আশাবাদ ব্যক্ত করেন। প্রধান অতিথি ও জেনারেল ম্যানেজার ছগীর আহমেদ ব্যবস্থাপকদের সাথে শাখা ভিত্তিক আলোচনা সভা পরিচালনা করেন। তিনি আসন্ন হিসাব সমাপনীতে বিভিন্ন ব্যবসায়িক সূচকে প্রদত্ত লক্ষ্যমাত্রা অর্জনের উপর গুরুত্বারোপ করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। সভায় এরিয়াটির ১৪টি শাখার ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Comments are closed.