October 31, 2024, 3:13 am
‘আয়করে প্রবৃদ্ধি দেশ ও দশের সমৃদ্ধি, উন্নয়ন ও উত্তরণ আয়করের অর্জন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আয়কর মেলা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সকল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপ-কর কমিশনারের কার্যালয় সাতক্ষীরা-১৩ কর অঞ্চল’র আয়োজনে কর অঞ্চল খুলনার অতিরিক্ত কর কমিশনার অঞ্জন কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আয়কর মেলার উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘দেশের উন্নয়নের স্বার্থে বিবেকবানদের সময় মত কর প্রদান করা নৈতিক দায়িত্ব। আয়কর থেকে দেশের উন্নয়ন করা হয়। দেশের সামগ্রীক উন্নয়ন ও জনগণের স্বার্থে সচেতনতার মাধ্যমে সকলকে কর প্রদানে উৎসাহীত করতে হবে। দেশ ও দশের উন্নয়নে নিয়মিত কর দিন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দূর্বার গতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং আগামী প্রজন্ম পাবে উন্নয়নশীল বাংলাদেশ। আমি একটি সুন্দর সাতক্ষীরার স্বপ্ন দেখি। সাতক্ষীরা পৌরসভা হবে সিটি কর্পোরেশন, সাতক্ষীরায় খুব শীঘ্রই ট্রেন লাইন হবে, বিশ^বিদ্যালয় হবে, ইকোনোমিক জোন হবে এটা আমার তথা সাতক্ষীরাবাসীর স্বপ্ন অবশ্যই পুরণ হবে ইনশাল্লাহ।’
আয়কর মেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বার , সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, সাতক্ষীরা জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি শেখ রবিউল হোসেন ও সহ-সভাপতি মোনায়েম খান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপ-কর কমিশনারের কার্যালয় সাতক্ষীরা-১৩ কর অঞ্চল’র উপ কর কমিশার উজ্জল কুমার সরদার।
Comments are closed.