July 26, 2024, 11:31 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
জমে উঠেছে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের বইমেলা

জমে উঠেছে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের বইমেলা

জমে উঠেছে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের বইমেলা। মঙ্গলবার বইমেলার চতুর্থ দিন মেলা প্রাঙ্গণে বাড়তে থাকে ভিড়। বিভিন্ন বয়সী মানুষের আগমনে মুখর ছিলো মেলা প্রাঙ্গণ। একই অবস্থা দেখা গেছে মেলার প্রবেশ মুখেও। সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ৮দিনব্যাপী বই মেলা।প্রকাশক ও বই বিক্রেতারা জানান, বইয়ের বিক্রি ভালই হচ্ছে। বই দেখা, কেনাকাটার পাশাপাশি মেলায় চলছে চুটিয়ে গল্প আড্ডা আর কবিতা পাঠের আসর। বইমেলায় কবিতা পাঠ করেছেন নারী শিশুসহ অনেকেই। অনেক প্রকাশক তাদের স্টলের মধ্যে কবিতাসহ ছোট গল্পের আসর বসিয়েছেন। আসরে বসে কবিরা তাদের বই থেকে কবিতা পাঠ করছেন, কেউবা বলছেন গল্প, এই আসরে আবার যোগ দিচ্ছেন পাঠকরাও। বইমেলা চত্ত্বরে বসে ঘুরে গান গাইছে। স্টলে স্টলে গিয়ে গান গেয়ে পাঠকদের মনোরঞ্জন করছেন অনেক শিল্পী।বেশ কয়েকজন প্রকাশক জানান, এবছর তারা নতুন যতগুলো বই প্রকাশ করেছেন তার অর্ধেকের বেশি লেখকই নতুন এবং তরুণ, যাদের অনেকের বই প্রথমবার প্রকাশিত হয়েছে। এদের বেশির ভাগই কবিতার বই।বিক্রেতারা জানান, অনেকেই নতুন প্রজন্মের লেখকদের বইয়ের খোঁজ নিচ্ছেন ও কিনছেন। এদের মধ্যে কম বয়সী পাঠক যেমন রয়েছেন তেমনি রয়েছেন বয়স্ক পাঠকও। বইমেলার একটি স্টলে সোনালী ব্যাংক সাতক্ষীরা শাখার সাবেক ডিজিএম নাসিম হাসান বলেন, স্কুলজীবন থেকে কবিতা, ছোটগল্প ও ফিচার লেখা ও পড়ার প্রতি অদম্য আগ্রহ ছিলো। আজও সে আগ্রহের কমতি নেই। কবিতা ও সাহিত্যের প্রতি বরাবরই দুর্বল। শহীদ আব্দুর রাজ্জাক পার্কের বইমেলাই আসলেই খুঁজে পাই সেই শৈশব। সেই আড্ডা। অনেকের সঙ্গে মতবিনিময় করে বই পড়ার প্রতি উৎসাহিত করছেন।
বইমেলার আয়োজক সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনাকে আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিয়ে জ্ঞানভিত্তিক সমাজ, দেশ প্রেমিক সুনাগরিক গড়ে তোলার লক্ষ্যে বইমেলার আয়োজন করা হয়েছে। গত ১৬ নভেম্বর এ বইমেলার উদ্বোধন করা হয়। ২৩ নভেম্বর শেষ হবে বইমেলা।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com