October 31, 2024, 3:13 am
হোসেন ইমামঃজেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের নেতৃত্বে সাতক্ষীরা পৌরসভার ৩ নং ওয়ার্ডের মাদ্রাসাপাড়া এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থা ও ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রম পরিদর্শন করেন। এ সময়ে তাঁর সাথে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হক, মোঃ কাউন্সিলর আব্দুস সেলিম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধিজন। জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল মাদ্রাসাপাড়ার বাড়িতে বাড়িতে যান এবং পরিষ্কার-পরিছন্নতা, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বিষয়ে তাদেরকে পরামর্শ প্রদান করেন। এছাড়া জলাবদ্ধতা নিরসনে যে সকল কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সে বিষয়ে তাদেরকে অবগত করেন।
Comments are closed.