February 5, 2025, 7:39 am
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিভাগ। বুধবার বিকেএসপির তিন নম্বর মাঠে শেষ রাউন্ডে খুলনা বিভাগকে ১৭৯ রানে হারিয়ে শিরোপা জয় করে রাজধানীর দলটি। ঢাকা বিভাগের দেওয়া ৩৭৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৯৯ রানে গুটিয়ে যায় খুলনা বিভাগ। ঢাকার বোলারদের সামনে ব্যর্থ হয়েছেন খুলনার ব্যাটাররা। খুলনার পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন নাহিদুল ইসলাম। তিনি খেলেন ১০৯টি বল। এ ছাড়া ইমরানউজ্জামান ৩২ ও মৃত্যঞ্জয় চৌধুরী ২৯ রান করেন। দ্বিতীয় ইনিংসে শুভাগত হোম তিনটি ও তাইবুর পাঁচটি উইকেট নিয়েছেন। ম্যাচে ১০ উইকেট শিকার ও ব্যাট হাতে ৫৩ রান করে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শুভাগত। এ নিয়ে ষষ্ঠবারের মতো জাতীয় লিগে চ্যাম্পিয়ন হল ঢাকা। গত আসরের চ্যাম্পিয়ন ছিল খুলনা। মোট সাতবার চ্যাম্পিয়ন হয়েছিল তারা।
Comments are closed.