স্টাফ রিপোর্টারঃশ্যামনগর উপজেলায় বুড়িগোয়ালিনী ৩৪নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাগ্ঙনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সেরা রক্তদাতাদের সম্নাননা অনুষ্ঠান আয়জন করেন।১৯সেপ্টেম্বর২০১৯, রোজ শনিবার সকাল ১০ ঘটিকা হইতে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন।সুন্দরবন রক্ত দান সংস্থা।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব,বাবু ভবতোষ কুমার মন্ডল।বিশেষ অতিথি বুড়িগোয়ালিনী নৌ পুলিশ থানার অফিসার ইনচার্জ বাবু অনিমেষ কুমার হালদার।আরো উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষিকা বৃন্দুগন।সুন্দরবন রক্ত দান সংস্থার যে সব ভাই ও বোনদের সেরা রক্ত দাতাদের শুভেচ্ছা স্নারক প্রদান করেন।গাবুরা ও বুড়িগোয়ালিনী কৃতি শিক্ষার্থীদের মধ্যেও সংবর্ধনা করেন। ওই অনুষ্ঠানে আরো অংশ গ্রহণ করেন। গাবুরা রক্তদান সংস্থার সহ-সভাপতি আলহুদা মালী, শ্যামনগর অনলাইন ব্লাড ব্যাংকের আব্দুল অালিম প্রমুখ।
উক্ত অনুষ্ঠানটি পরিচলনা করেন।সুন্দরবন রক্ত দান সংস্থার সভাপতি মোঃ হাফিজুর রহমান।