February 5, 2025, 8:50 am
জেলা প্রতিনিধঃ সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশ আভিযানে ১৭ আসামি গ্রফতার ।সাতক্ষীরা জেলা পুলিশের মাদক বিরোধী নিয়মিত অভিযানে মাদক মামলার ৩ জনসহ গ্রেফতার ১৭।গ্রেফতারকৃতদের : কালিগঞ্জ ২ ,সাতক্ষীরা সদর ৮,আশাশুনি ৪,শ্যামনগর ৩।৬ অক্টোবর থেকে (রবিবার) ০৭ অক্টোবর সকাল প্রযন্ত (সোমবার) জেলাব্যাপী বিশেষ পুলিশের আভিযানে ৩ জন মাদক মামলার আসামিসহ ১৭ জন গ্রেফতার।সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান গ্রেফতার বিষয়টি সাংবাদকিদের নিশ্চিত করনে।তিনি পরবর্তীতে আরো জানান,আসামিদের নাশকতা্ও বিরুদ্ধে মাদক সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
Comments are closed.