March 18, 2025, 1:25 am
পর্ণগ্রাফি আইনে মোবাইল ফোনে ডাউন লোড দেওয়ার অভিযোগে ৬ কম্পিউটারের দোকানদারকে আটক করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের লাবনী মোড় সদর সার্কেল মীর্জা সালাউদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, পুরাতন সাতক্ষীরা নাথপাড়া এলাকার বলাই চন্দ্র বিশ্বাসের পুত্র শ্যামল এলাকায় কান্তি বিশ্বাস, দেবহাটার চরবালিথা এলাকার নজরুল ইসলামের পুত্র শরিফুল ইসলাম, মাগুরার নিরোধ কর্মকারের পুত্র গোপাল চন্দ্র কর্মকার, আশাশুনির গড়ালী গ্রামের গফফার গাজীর পুত্র রায়হান হোসেন ও মোজাফফর হোসেনের পুত্র আফজাল হোসেন।সদর সার্কেল মীর্জা সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের লাবনী মোড়ে অভিযান পরিচালনা করা হয়। সেসময় প্রত্যেকের কম্পিউটার থেকে প্রচুর পরিমাণে পর্ণগ্রাফি পাওয়া যায়। ওই দোকানদাররা শহরের স্কুল, কলেজ পড়–য়া শিক্ষার্থীদের মোবাইল ফোনে স্বল্প খরচে লোড করে দেয়। এতে করে শিক্ষার্থীরা বিপথে চলে যাচ্ছে। এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে পর্ণগ্রাফি আইনে মামলা দায়ের করা হবে বলে তিনি জানান
Comments are closed.