October 31, 2024, 3:12 am
সোমবার সন্ধ্যা ৭টায় রেডক্রিসেন্ট ইউনিট মিলনায়তনে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের জেলা শহরে বসবাসরত নেতৃবৃন্দের উপস্থিতিতে এক জরুরি সভা সংগঠনের সভাপতি মুনসুর আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় রেড ক্রিসেন্ট ইউনিট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি মীর মোস্তাক আহমেদ রবি, সহ-সভাপতি এসএম হায়দার, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ ও ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু ও ফিরোজ আহমেদ, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রচার সম্পাদক শেখ নূরুল হক, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আবু সায়ীদ প্রমুখ। সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনায় উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ পুন:নির্ধারণ করা হয়। ২৯ নভেম্বর শুক্রবার কলারোয়া উপজেলা, ৩০ নভেম্বর শনিবার আশাশুনি উপজেলা, ১ ডিসেম্বর রবিবার দেবহাটা উপজেলা, ২ ডিসেম্বর সোমবার শ্যামনগর উপজেলা, ৩ ডিসেম্বর মঙ্গলবার তালা উপজেলা, ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সাতক্ষীরা পৌরসভা, ৬ডিসেম্বর শুক্রবার সাতক্ষীরা সদর উপজেলা এবং ১২ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। জেলা কাউন্সিল উপলক্ষ্যে ৫টি উপ-কমিটি গঠন করা হয়। অর্থ উপ কমিটি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, মীর মোস্তাক আহমেদ রবি, নজরুল ইসলাম ও আছাদুল হক, অভ্যর্থনা উপ কমিটির প্রধান সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, প্রচার ও প্রকাশনা উপ কমিটির প্রধান শেখ হারুন উর রশিদ, খাদ্য উপ কমিটির প্রধান আলহাজ্ব শেখ নূরুল হক, মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির প্রধান শেখ সাহিদ উদ্দীন।
Comments are closed.