জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের সাথে শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের মতবিনিময়
- Update Time :
Wednesday, July 10, 2019
-
148 দেখা হয়েছে
নিজস্ব প্রতিনিধি: জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সাথে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সদর উপজেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলামের বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনিরা শেখ রাসেলকে হত্যা করে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। কিন্তু তাদের অপচেষ্টা শতভাগ ব্যর্থ হয়েছে। শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তররুণ, শুভবুদ্ধিবোধ সম্পন্ন মানুষদের কাছে ভালোবাসার নাম। জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ এবং জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।’ এসময় উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ জেলা শাখার সভাপতি মো. রাশেদুজ্জামান রাশি, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, পৌর শাখার সভাপতি মো. নুরুল হক, সদর উপজেলা শাখার সভাপতি সাইফুল্লাহ আল কাফী, সহ-সভাপতি হাবিবুর রহমান, তাহসান ফারহাদ, আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী আহসান হাবীব স¤্রাট, যুগ্ম সম্পাদক রাশিক রায়হান শিহাব, সহ-সম্পাদক হাসান আলী, সাইফুর রহমান, সাংগঠনিনক সম্পাদক হাফেজ আনোয়ার হোসেন, শাহিনুর হোসেন শান্ত, সহ-সাংগঠনিক সম্পাদক আরিজুল, শিক্ষা বিষয়ক সম্পাদক আইয়ুব আলী, সমাজ কল্যাণ সম্পাদক ফারুক হোসেন, সদস্য্য শাহিন হোসেন, মেহেদী হাসান, সালমান, মোস্তফা আলী হোসাইনসহ সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ।