July 26, 2024, 11:44 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
জেলা পর্যায়ে যুব উন্নয়ন সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পর্যায়ে যুব উন্নয়ন সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত

Sopon Das News editor : সাতক্ষীরায় জেলা পর্যায়ে যুব উন্নয়ন সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “আমেরিকান সরকারের আন্তজার্তিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এর ফুড ফর পিস (টাইটেল-২) খাদ্য সহায়তা কার্যক্রমের অর্থায়নে ‘নবযাত্রা’ প্রকল্পের আওতায় সোমবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের শহীদ স.ম আলাউদ্দিন মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপিস্থত থেকে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।এসময় আরও উপস্থিত থেকে বক্তব্য দেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, অধ্যাপক পবিত্র মোহদ দাস, যুব উন্নয়নের উপ-পরিচালাক মো. রফিকুল ইসলাম, সহকারী পরিচালক মো. আব্দুল কাদের, মহিলা বিষয় কর্মকর্তা নাজমুন নাহার, কালিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম, সাংবাদিক আব্দুস সামাদ, টিআইবি সাতক্ষীরা এরিয়া ম্যানেজার আবুল ফজল মো. আহাদ, স্বদেশের নির্বাহী পরিচালক মধাব চন্দ্র দত্তসহ কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।এসময় আরও উপস্থিত ছিলেন সুশীলনের সহকারী পরিচালক মনির হোসেন, নবর্যাত্রার প্রোগ্রাম ম্যানেজার মোক্তার হোসনে, ডকুমেন্টেশন কোঅর্ডিনেটর জাহানার, কালিগঞ্জের উপজেলা কোঅর্ডিনেটর হাবিবুর রহমানসহ আরও অনেকে। কর্মশালাটি পরিচালনা করেন ইয়ূথ ডেভলপমেন্ট কো-অর্ডিনেটর মো. আশিক বিল্লাহ।উল্লেখ্য, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর নেতৃত্বে নবযাত্রা প্রকল্প অংশীদারিত্বের ভিত্তিতে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, উইনরক ইন্টারন্যাশনাল এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ ও শ্যামনগর এবং খুলনা জেলার দাকোপ ও কয়রা উপজেলার আট লাখ ৫৬ হাজার একশ ১৬ জন উপকার ভোগীর জন্য বাস্তবায়িত হচ্ছে। স্থানীয় বে-সরকারি সংস্থা (এনজিও), সুশীলন নবযাত্রা কর্মসূচীর সুশাসন, জেন্ডার, এবং গ্র্যাজুয়েশন কার্যক্রমের সঞ্চয়ী দল সম্পর্কিত কার্যাবলী বাস্তবায়ন করছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com