January 13, 2025, 10:09 pm
জেলা প্রতিনিধি: জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সাতক্ষীরায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্বগ্রহণের ১ বছর পূর্তিতে জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের এক বছর পূর্তিতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের কর্মকর্তা-কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ নাসিরুল আরিফিন এর নেতৃত্ব জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন অফিস সহকারী মোঃ সাইফুল ইসলাম, সিল মেকানিক শেখ আমিনুর হোসেন প্রমুখ। শুভেচ্ছা বিনিময়কালে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। এ ছাড়াও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বিআরটিএ’র কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যো কোন কাজে এসে গ্রাহক যাতে হয়রানির শিকার না হয় সে দিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ প্রদান করেন।
Comments are closed.