July 27, 2024, 12:38 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের উদ্যোগে বিশ্ব বসতি দিবস পালিত

জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের উদ্যোগে বিশ্ব বসতি দিবস পালিত

বর্জ্যকে সম্পদে পরিণত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার’ এই প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের যৌথ উদ্যোেগ ৭ অক্টোবর বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা কালেক্টরেট ভবন হতে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গণপূর্ত কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারমান মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম। অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ড. এসএম হেলাল উদ্দিন, নেজারত ডেপুটি কালেক্টর স্বজল মোল্লা, সহকারী কমিশনার মো. আজহার আলী, সহকারী কমিশনার মোছা. মুর্শিদা খাতুন, সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. সাইদুল ইসলাম, সহকারী প্রোগ্রামার মো. শরিফুল ইসলাম, সাতক্ষীরা সরকারী পলিটেকনিক ইন্সটিটিউটের রেজিস্টার মো. হেলালে হায়দার, জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এমএম এ জায়েদ বিন গফুর, উপ-সহকারী প্রকৌশলী মো. এমদাদুল হক, মো. বদরুল হাসান, পুলিশ প্রশাসন সাতক্ষীরার প্রতিনিধিসহ জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং গণপূর্ত বিভাগের সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। র‌্যালি পরবর্তী সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘বিশ্ব বসতি দিবস-২০১৯’ এর প্রতিপাদ্য ‘বর্জ্যকে সম্পদে পরিণত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক প্রযুক্তি, বর্জ্যকে সম্পদে পরিণত করার কৌশল ও প্রয়োজনীয়তাসহ বিভিন্ন প্রযুক্তিগত বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com