December 11, 2023, 12:10 pm

জেলা যুব মহিলা লীগের উদ্যোগে জননেত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালিত

জেলা যুব মহিলা লীগের উদ্যোগে জননেত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালিত

জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে কেককাটা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৫টায় জেলা যুব মহিলা লীগের উদ্যোগে পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে জেলা যুব মহিলা লীগের সভাপতি পৌর কাউন্সিলর ফরহাদীবা খান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম, সহ-সভাপতি আনারুল ইসলাম এতিম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সদস্য ফজলুর রহমান ঢালী, আব্দুল হান্নান, নাঈম ইসলাম, আবুল কালাম আজাদ, আবুল কাশেম, নাজির হোসেন, মোহাম্মদ আলী, সাইদুজ্জামান প্রমুখ। আলোচনা সভা শেষে শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা সাবিহা হোসেন।


Comments are closed.

© সাতক্ষীরা প্রবাহ
Design & Developed BY CodesHost Limited