December 26, 2024, 3:17 pm
স্টাফ রিপোর্টার: জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা এবং বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪ টায় জেলা জজ কোট সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি এবং জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আবদুল আলিম আল রাজী এ সভার সভাপতিত্ব করেন। সভায় কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সভা অনুষ্ঠিত হয়। লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় জেলা লিগ্যাল এইড অফিসার জানুয়ারি ২০২৩ মাসের কার্যবিবরণী তুলে ধরে বলেন, জানুয়ারি-২৩ মাসে মোট প্রাপ্ত আবেদন সংখ্যা-৬০টি, সরাসরি প্রাপ্ত আবেদনের সংখ্যা-৩৬টি, আদালত হতে প্রাপ্ত আবেদন সংখ্যা-০২টি, জেলাখানা হতে প্রাপ্ত আবেদন সংখ্যা-১৮টি, এনজিও প্রতিষ্ঠান হতে আবেদন সংখ্যা-০১টি, অন্যান্য প্রতিষ্ঠান হতে আবেদন সংখ্যা ০৩টি, মামলা দায়ের-৩৭টি, এ.ডি.আর দায়ের-২৩টি, নিষ্পত্তি-১১টি, পরামর্শ প্রদান ২৯ জন’কে। জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি এবং জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আবদুল আলিম আল রাজী বলেন, জাতীয় আইনগত সহায়তা বাস্তবায়নে অসহায় বিচারপ্রার্থীদের সার্বিক সহায়তা প্রদান করা হয়। বিষয়টি ব্যাপক প্রচারের মাধ্যমে গরিব-দু:খী, অসহায় মানুষকে জানানো দরকার। সভা অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম।
Comments are closed.