September 9, 2024, 12:15 pm
‘ওমেরার সাথে, আগামীর পথে’ স্লোগানে জেলা পর্যায়ের ওমেরা এলপিজির রিটেইলার সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত হয়। ওমেরা গ্যাস’র সাতক্ষীরা পরিবেশক সবুর আলমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ’র চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম।সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আ.লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা শাখার সভাপতি রাশেদুজ্জামান রাশির সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন ওমেরা গ্যাস’র সাতক্ষীরা এরিয়া ইনচার্জ মো. শরিফুল ইসলাম, টিএসও মহিবুল আলম খান, এমডিও আবুল হোসাইন, ঈসমাইল হোসেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ৭নং ওয়ার্ড সভাপতি মাসুদ আলী প্রমুখ।এসময় বক্তারা ওমেরা এলপিজি সিলিন্ডার সংরক্ষন, ব্যবহারের নিয়ম ও ওমেরা গ্যাস-সিলিন্ডারের গুনগত মান তুলে ধরেন। সম্মেলনে উপস্থিত শতাধিক রিটেইলারদের র্যাফেল ড্র. দুপুরের খাবার ও পুরস্কার বিতরণীর মধ্যদিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।
Comments are closed.