February 17, 2025, 4:34 pm
ঝাউডাঙ্গা বাজারে বস নামে পরিচিত ও নব মুসলিম মাসুদুর রহমানের নিয়ে নানা আলোচনা চলছে ঝাউডাঙ্গা বাজারে। কে এই বস? কি তার পরিচয়? কোথায় তার বাড়ি? কি তার ব্যাবসা? কি কাজ করেন? কেন তিনি টাকা উড়িয়ে লোক কাছে রাখতে চান? কি তার উদ্দেশ্য? বস খ্যাত এই মাসুদুর রহমানের আয়ের উৎস কি? কোথা থেকে তার আবির্ভাব? এসব বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন।
বাহিরে থেকে এসে কেন বিভিন্ন ভাবে টাকা খরচ করছেন পানির মত? এক পর্যায়ে তার দাওয়াতের হিড়িক পড়ে গেল? অতিথি হিসেবে উপস্থিত থাকতে লাগলেন বিভিন্ন সভা ও অনুষ্ঠানে। দাওয়াত দিলেই টাকা দেওয়া শুরু করলেন ।কিন্তু অনেক সভায় যেয়ে ওয়াদা করেছেন টাকা দেওয়ার। কিন্তু তিনি পরে টাকা আর দেন নি। ধর্ম পরিবর্তনের আগে কি নাম ছিল । তা জানা যায়নি। তবে বর্তমানে মাসুদুর রহমান ও বস নামে পরিচিত। তিনি ঝাউডাঙ্গা বাজার ইজারা নিয়ে গড়ে তুলেছেন একটি বাহিনী। বাহিনী সদস্যরা কিছু হলে তৎপর হয়ে ওঠে। বাজারে সরকারি জমি দললসহ বিভিন্ন ঘটনায় নাম আসছে বাহিনী।
Comments are closed.