September 13, 2024, 1:31 am
সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে সাতক্ষীরা সদর – ২ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে স্কুলের সভাপতি ও ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. আজমল উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধিত ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘শিক্ষাঙ্গন একটি পবিত্র স্থান। শিক্ষাঙ্গনের পবিত্রতা রক্ষা করা সকল শিক্ষার্থীর নৈতিক দায়িত্ব। এজন্য নতুন প্রজন্মের শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের শিক্ষার পাশাপাশি নীতি ও নৈতিকতার শিক্ষা দিতে হবে। ঝাউডাঙ্গার এই স্কুলটি জেলার মধ্যে একটি অন্যতম স্কুল। তিনি আরো বলেন, বর্তমানে ডেঙ্গু মশার ভয়াবহ আকার ধারণ করেছে। তাই ডেঙ্গু মোকাবেলা ও সচেতনতায় সবাইকে সোচ্চার হতে হবে।সম্মানিত অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম শওকত হোসেন, সহ-সভাপতি মোঃআনিস উদ্দিন, সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী , জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম, ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী বিশ্বাস, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমরেন্দ্রনাথ ঘোষ প্রমুখ।
Comments are closed.