December 11, 2024, 6:32 am
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃঝিনাইদহ সদর উপজেলার ঝিনাইদহ-যশোর মহাসড়কে ছালাভরা নামক স্থানে ট্রাক চাপায় আমিরুল ইসলাম (২৬) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের উল্লেখিত স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিরুল ইসলামযশোরের ঝিকরগাছা উপজেলা শ্রীরামপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। সে ঝিনাইদহ সদরের কাতলামারি পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, আমিরুল ইসলাম ঝিনাইদহ থেকে মোটর সাইকেল যোগে তার গ্রামের বাড়িতে যাচ্ছিল। পথে ছালাভরা নামক স্থানে পৌঁছালে ঝিনাইদহ থেকে যশোরগামী গড়াই পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়লে একটি ট্রাক তাকে চাপা দেয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে।
Comments are closed.